ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তা নামক স্থানে মার্কেট নির্মাণে চাঁদাবাজদের অত্যাচারে কয়েক দফায় নির্মাণ কাজ বন্ধ হয়েছে। এ নিয়ে হামলা মামলার ঘটনাও ঘটেছে। আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এক সংবাদ সম্মেলন করেছেন জুবায়ের ফকির নামের ওই মার্কেট নির্মাতা। বুধবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিপনা এলাকার রমজান ফকিরের ছেলে জুবায়ের ফকির বলেন, পয়লা রমজান মার্কেট নির্মাণের কাজ শুরুর পর স্থানীয় জুয়েল ফকির ও সাইফুল্লাহ ফকিরের নেতৃত্বে ৭/৮ জন চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়। এরপর কাজ শুরু করলে গত ১৫ এপ্রিল ওই চাঁদাবাজরা তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তাকে। এ ঘটনায় এজাহার নামীয় আসামি জুয়েল ও সাইফুল্লাহ জেল হাজতে থাকলেও অন্য আসামিরা মামলা তুলে নিতে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। আশু আতংকিত পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।