ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রমকে তরান্বিত করতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে যুবসংঘ ফুটবল মাঠে ২০১৬ সালের এস এস সি ব্যাচের সাথে সিনিয়র ব্যাচের এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রীতি এ ম্যাচে ২০১৬ সালের ব্যাচ ২-১ গোলে সিনিয়র ব্যাচকে পরাজিত করে। খেলা শুরুর আগে রেজিষ্ট্রেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, প্রচার উপ-কমিটির আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, শেখ জামিল আক্তার লেলিন, সরদার নজরুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, জাকির হোসেন, আমজাদ হোসেন শেখ, মাষ্টার গাজী শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন, এসডি রাসেল, অভিজিত কুন্ডু টুটুল। খেলার শেষাংশে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত