
ডুমুরিয়া : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বোরো মওসুমে লবণ সহনশীল ব্রি ধান৬৭ ও উচ্চফলনশীল ব্রি ধান৮১ জাতের ব্লক প্রদর্শনীর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপণার মাধ্যমে ফসলের নিবিড়তা কর্মসূচির অর্থায়নে সোমবার সকালে খর্ণিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সাতক্ষীরা অঞ্চলের সিএসও ড, তাহমিদা হোসেন আনছারি। প্রধান অতিথির বক্তৃতা করেন ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড, মোঃ শাহজাহান কবির। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ও ড, মোঃ মনিরুজ্জামান। পলাশ কান্তি কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ালিদ হোসেন, জামাল ফারুক, প্রলয় চন্দ্র পাল, কৃষক আবু হানিফ মোড়ল, শেখ দিদার, আঃ রশিদ গাজী, সুভাশিষ দেব প্রমূখ। মাঠ দিবসে ১৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।