জি,এম,ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়ায় ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আইয়ুব হোসেন(৫০)কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে মাগুরখালী তালতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আইয়ুব সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দীন আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আইয়ুব ফেন্সিডিল নিয়ে ভাড়ায় চালিত একটি মটর সাইকেলের যাত্রী হয়ে কপিলমুনি ভায়া মাগুরাখালী হয়ে খুলনায় যাচ্ছিলো।পথিমধ্যে মাগুরখালী ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের চেকপোস্টে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আইয়ুব হোসেনের কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত