জন্মভূমি রিপোর্ট
ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকা হতে নয় বোতল ফেন্সিডিলসহ জয়ন্ত চক্রবর্তী (৪০) নামে একজন গ্রেফতার হয়েছে। র্যাব-৬ এর একটি টিম রোববার রাতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামি জয়ন্ত ডুমুরিয়া উপজেলার জনৈক নাথুরাম চক্রবর্তীর ছেলে। তাকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান।
র্যাবের এক ই মেইল বার্তা থেকে জানা গেছে, মাদক কেনা-বেচা সংক্রান্ত গোপন সংভাদের ভিত্তিতে চুকনগর বাজারস্থ একটি ব্যাংকের সামনে অভিযান চালানো হয়। তখন আসামিকে ফেন্সিডিলসহ পাকড়াও করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত