
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এলএসডি ও এফএমডি বিষয়ক ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম আয়ূব আলী। বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়ংকর কুন্ডু, এআই কর্মী অপূর্ব কুমার মল্লিক, কারিমুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।