
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বড় ভাইয়ের প্রভাবশালী শ্যালকদের হামলায় ছোট ভাইয়ের স্ত্রী, ভাইপোসহ ৩জন জখম হয়েছে। উপজেলার নোয়াকাটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগ ও আহতর পরিবার সূত্রে জানা যায়, নোয়াকাটি দক্ষিণপাড়া পাড়া এলাকার মৃত রহিম জোয়ারদারের রেখে যাওয়া মালেক, আলেক, খালেক ও তালেব জোয়ারদার নামের ৪ ছেলে মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছিল। কিছুদিন হল বড় ভাই মালেক একই এলাকার উত্তর পাড়া প্রভাবশালী রফিকুল শেখের বোন শাহিনুরকে বিয়ে করে। এরপর থেকে পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোনের ডাকে সাড়া দিয়ে টুকিটাকি বিষয় নিয়েও হস্তক্ষেপ করে আসছে ডাইয়েরা। তারই জের ধরে গত ৬ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইপো মোজাহিদ ও রফিকুল বাকবিতন্ডে জড়িয়ে পড়ে। সাথে-সাথে বড় ভাইয়ের স্ত্রী শাহানুর বেগম ফোন দেয় তার ভাই রফিকুলকে। বোনের ফোন পেয়েই ভাই রফিকুল, ভাইপো সুমন ও ভাগ্নে মিজান মটরসাইকেলে এসেই কোন কিছু শোনা বোঝা না করেই হামলা চালায়। এতে মেঝ ভাইয়ের স্ত্রী রেনু বেগমের কান ছিঁড়ে রক্তাক্ত জখম, এছাড়া ভাইপো মোজাহিদ ও ছোট ভাইয়ের স্তী রোজিনা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ প্রসঙ্গে কতব্যরত ডাক্তার বলেন রেনু বেগমের বাম কানে ৩টি সেলাই দেয়া হয়েছে। ওসি শেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।