ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বর্ষ বরণ নববর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,চন্দ্রকান্ত তরফদার, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত