
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে পাইকগাছা গামী যাত্রীবাহী বাস (খুলনা-জ-৫০০৬) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে খাদে পড়লে বাসযাত্রী বানিয়া খামারের ঝর্ণা বেগম (৫০), রাজিবপুরের বাইদুল ইসলাম (৩৭), পাইকগাছার আবু দাউদ (৪০), তালার শোভা রায় (২৪), আটারই এলাকার নুসরাত জাহান (৪০), গোপালপুরের মোস্তফা কামাল (৬৪), শাহাদাতপুরের আবুল কালাম (৫০) সহ ৩০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আবুল কালাম ও মোস্তফা কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক জানান।