ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে ন্যশনাল হিউম্যান রাইট¯ এন্ড হেলথ কেয়ার সোসাইটির এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রভাষক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোল্যা ্আবু বক্কারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বক্তব্য দেন অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, জামায়েত নেতা ও শিক্ষক মাও: আজাহারুল ইসলাম, অধ্যাপক আব্দুল হালিম, শাহজাহান জমাদ্দার, সিরাজুল ইসলাম,নাজিম উদ্দিন সহ সংগঠনের সদস্যবৃন্দ। আলোচনা সভার পূর্বে একটি র্যালী বাসষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন এনজিওর পক্ষ থেকে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।