ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিই বাংলাদেশ, ইসলামিক রিলিফ ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,ইন্সটেক্টর মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।