
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে ধারণ করে টানা দুই দশকেরও বেশি সময় ধরে পথচলা। সেই গৌরবময় যাত্রায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। শনিবার ২৭ ডিসেম্বর সফলতার ২১ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈশাখীর পর্দা সাজানো হয়েছে দিনব্যাপী সরাসরি অনুষ্ঠান, সংগীত, নাটক ও সিনেমার বিশেষ আয়োজন দিয়ে।
২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন শুরু থেকেই লালন করে আসছে বাংলাদেশের সংস্কৃতি, গান, নাটক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার। সেই পথচলার ২১ বছরে এসে দর্শকদের জন্য থাকছে ব্যতিক্রমী উৎসব আয়োজন।
শনিবার ১১টায় ডুমুরিয়াপ্রেসক্লাব ভবনে কেক কাটা ও র্যালি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া প্রেসক্লাবে সামনে এসে শেষ করেন বৈশাখী বিশিষ্টজনদের উপস্থিতিতে থাকবে কেক কাটার আনুষ্ঠানিকতা। শেষ করেন এসময় উপস্থিত ছিলেন
ঝিনাইদহে ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক,ড, সন্দিপক মল্লিক , খুলনা বিভাগীয় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক চেয়ারম্যান জিএম আমানুল্লাহ, শিক্ষক শফিকুল ইসলাম,সহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন বৈশাখী টিভির খুলনা জেলা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহ।

