ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া সদরে কাজী শামছুর রহমান মৎস্য আড়তের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী ইসহাকের অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মালিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি নাজমুল হাসান বকুলের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম। বক্তব্য দেন উপদেষ্টা শেখ এনায়েত হোসেন, পরিচালক কাজী ফরিদ আহমেদ, কাজী নাহিদ, কাজী জাহিদ, ব্যবসায়ী সরদার আলমগীর হোসেন, মৃদুল কান্তি গোলদার, গাজী আজহারুল ইসলাম মোঃ মহিতুর রহমান, মোঃ সেলিম, শেখ জুয়েল, ফারুক মোড়ল, মৃন্ময় কান্তি গোলদার, খান মাহমুদুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আমিরুল ইসলাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত