
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি উপজেলা ডুমুরিয়া। চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষকরা পুরোদমে শুরু করেছেন বোরো ধানের চাষ, যা তাদের জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করছে।
এ বছর জেলার প্রায় ২১হাজার ৮শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। জেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এই আবাদ থেকে ভালো ফলনের আশা করা হচ্ছে। খুলনা জেলার কৃষকরা গত কয়েক বছর ধরে বোরো ধান চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। তারা এখন চাষাবাদে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, যার মধ্যে উন্নতমানের বীজ, সেচ ব্যবস্থা এবং নিরাপদ কীটনাশক ব্যবহারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর ফলে চাষিরা ভালো ফলন পাচ্ছেন এবং তাদের আয়ও বৃদ্ধি পাচ্ছে।
কৃষক মোঃ আবুল গনি গাজী বলেন সরকারের বিভিন্ন প্রণোদনা, বিশেষ করে সাবসিডি দেওয়া সার ও কীটনাশক এবং সেচের জন্য পানি সরবরাহে সহযোগিতার কারণে বোরো ধান চাষের পরিমাণ বাড়ছে। তবে তাদের জন্য এখনো কিছু সমস্যা রয়ে গেছে, যেমন পানি সেচের জন্য খাল-বিলের সংস্কার ও বাজারে দাম কম হওয়া।
খুলনা জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, বোরো ধানের আবাদ বাড়ানোয় খুলনা জেলার কৃষির উন্নতি ঘটছে। তারা আশা করছেন, এবারের বোরো ধান থেকে ভালো ফলন হবে এবং কৃষকরা লাভবান হবেন। তারা আরও বলেন,জেলার কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে এবং তারা সবসময় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য প্ররোচিত করবেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, আমরা কৃষকদের মাঝে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে। এছাড়া, ফসলের সঠিক পরিচর্যার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শও দেওয়া হচ্ছে।
বাজারে ধানের দাম ঠিক থাকে, তবে কৃষকরা ভালো লাভ করতে পারবেন। এ বছরের বোরো ধান চাষের সম্ভাবনা খুবই উজ্জ্বল, এবং এটি ডুমুরিয়া কৃষকদের জন্য একটি বড় সুযোগ হতে পারে।
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ বসবাস করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জেলা তথ্য অনুযায়ী, প্রায় ৭০%-৮০% মানুষ কৃষির সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রায় সাড়ে ৩লাখ মানুষ কৃষির সাথে সরসরি সম্পর্কিত। এদের মধ্যে অনেকেই মূলত ধান, চিংড়ি, তিল, গম, সরিষা, শাকসবজি এবং ফলমূল চাষ করে থাকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত