ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে, এখনইথ প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের সাথে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সভাপতিত্ব করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকল্পের ডিওয়াইএম শিখা রানী। সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সভাপতি জানান, পারস্পরিক সহায়তার মাধ্যমে সমন্বিত যৌনতা শিক্ষা ও যুব জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করে, নিজ নিজ অবস্থান থেকে সিএসই ও এসআরএইচআর ইস্যুতে অবদান রাখার মাধ্যমে একটি প্লাটফরম তৈরি করা। বিভিন্ন প্রতিষ্ঠান/কমিউনিটিতে এসআরএইচআর ইস্যুতে নবীন/প্রবীনের সমন্বয়ে সংবেদনশীল গোষ্ঠি তৈরি করে লিঙ্গভিত্তিক ন্যায় বিচারের বিষয়ে ভবিষ্যতে যে কোন প্রতিকূলতা মোকাবিলা করতে পারস্পরিক সম্পর্ক তৈরি করা। এ ছাড়া ইয়ুথদের কাজের স্বীকৃতি, অন্যান্য ইস্যুতে কাজে অনুপ্রানীত করা। সভায় অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, প্রধান শিক্ষক দেবাশীষ চন্দ ও গাজী আবদুস সালাম,সাংবাদিক আবদুল লতিফ মোড়ল,ব্র্যাক ডুমুরিয়া শাখা ব্যব¯হাপক (দাবী) শিব দাস। আরো উপ¯িহত ছিলেন এনজিও প্রতিনিধি শামীমা সুলতানা, রাবেয়া সুলতানা, মোঃ জাহিদুর রহমান, শিল্পী গাইন প্রমূখ। অনুষ্ঠানে কাজের দক্ষতা মূল্যায়ন করে প্রকল্পের ইয়ুথ ফোরামের সদস্য বিপুল বিশ্বাস, দিপ্তী রাণী, রাব্বি ইসলাম, রুপা রাণী ঘোষ, মঙ্গল চক্রবর্তি ও তনুশ্রী বিশ্বাসকে পুরস্কার প্রদান করা হয়।