ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর থেকে উত্তর ডুমুরিয়ার যাতায়াতের একটি মাত্র রাস্তা গফফার সড়ক এই সড়ক দিয়ে প্রতি নিয়তো হাজার হাজার লোকের যাতায়াত হয়। ডুমুরিয়া সদরে অবস্থিত হাসপাতাল থানা উপজেলা ভূমি অফিস থাকার কারণে গফফার সড়ক দিয়ে আসা যাওয়া করতে হয় ।
ডুমুরিয়ার জনসাধারণের দীর্ঘ দিন অতি বৃষ্টির ও জলাবদ্ধতার সড়কের উপরে হাঁটু পানি জমে সড়কটির বেহাল অবস্থা হয়ে পড়েছে।
ডুমুরিয়া মাধুপকাঠি থুকড়া শাহাপুর রংপুররের ধামালিয়া , রুদাঘরা, রংপুর,সহ অত্র এলাকায় মানুষের গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। অত্র অঞ্চলের জনগণের অনেক জনদূরভোগ পোহাতে হচ্ছে, অনেক বার দূর ঘটনায় ঘটছে । আব্দুল মালেক চালক ও জন সাধারণ জানিয়েছে। ডুমুরিয়া টু শাহপুর রোডের ইজিবাইক ইঞ্জিন ভ্যান চালকরা সবাই মিলে ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজের কাছে যেয়ে সমস্যার কথা বলেন, মোল্লা মোশারফ হোসেন মফিজের নেতৃত্বে আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দারের অর্থায়নে ইট বালি সিমেন্ট দিয়ে সড়কের কাজ সোমবার বিকাল ৪টায় উদ্বোধন করেন। এসময় ডুমুরিয়া উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ গাড়ি চালক ও পথচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত