শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক ভিশন সেন্টার–এর নাম ও সিলপ্যাড ব্যবহার করে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান নামে এক ভুয়া চোখের ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই ব্যক্তি ব্র্যাক ভিশন সেন্টারের নাম ব্যবহার করে চোখের রোগীদের ভুল প্রেসক্রিপশন দিতেন এবং ব্র্যাকের অফিসিয়াল ফরম ও সিলপ্যাড ব্যবহার করতেন।
বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ওই ভুয়া চিকিৎসককে দণ্ড প্রদান করেন।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত