ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। এবার এক ভ্যান চালক কে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ৮ মার্চ ডুমুরিয়ার চেঁচুড়িয়া নদী থেকে প্রবাসীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু তার কোন ক্লু উদঘাটন করতে পারে নি পুলিশ।
এর মধ্যে এবার ডুমুরিয়ায় মঈদুল ইসলাম মিলন (৩৯)নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর গোবিন্দকাটি এলাকায় ভদ্রা নদীর পাড়ে ছোট একটি গাছের সাথে হাত-পা বাঁধা
অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার কাকুড়পাড়া এলাকার ওমর আলি শেখের ছেলে। নিহতের পরিবার জানায়,বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে থেকে আর বাড়ি ফেরেনি। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীরা কি কারনে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ ও এলাকাবাসীর ধারনা মঈদুলের ব্যাটারী চালিত ভানটি ছিনতাই করার জন্যে দুর্বত্তরা এই হত্যাকান্ড ঘটাতে পারে।
ডুমুরিয়ায় ভ্যান চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Leave a comment