ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। এ উপলক্ষে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল বিশ্বাস, ওসি মোঃ মাসুদ রানা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, চন্দ্রকান্ত সরকার, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, সমাজসেবা কর্মকর্তা জাহিদুর রহমান, ইন্সটেক্টর মনির হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল প্রমুখ। এদিকে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব সরদার আঃ মালেক, যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,আঃ রব আকুঞ্জি, খান আফজাল হোসেন প্রমূখ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ, প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাব-রেজিষ্ট্রী অফিস, আনসার ভিডিপি, ইউনিয়ন পরিষদ, নিজেরা করি, স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ দিবসটি পালন করেছেন।