
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক প্রভাবশালী মহাশ্মশানের যাতায়াতের রাস্তা দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তাটি দখলমুক্ত করতে উপজেলা চেয়ারম্যানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী ও শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নে ভদ্রদিয়া মধ্যপাড়া এলাকায় একটি পুরাতন মহাশ্মশান রয়েছে। দীর্ঘদিন যাবত ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ ওই শ্মশানে সৎকার করে আসছে। সম্প্রতি স্থানীয় বিমল সরকার ও দিলিপ বসাক ওই মহাশ্মশানে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তাটি দখল করে রেখেছে অভিযুক্তরা। ফলে রাস্তার দুই পাশে ফাকানাকা বিলের শত-শত কৃষক তাদের উৎপাদিত ফসলাদি ঘরে তুলতে খুবই হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিমল সরকার বলেন, উল্লেখিত জায়গায় কখনো শ্মশান ঘাট ছিলো না। তবে জায়গাটা সরকারি জায়গা সেক্ষেত্রে পরিপূর্ণ রাস্তা হলে আমার কোন বাঁধা নেই। উপায়ন্ত না পেয়ে উপজেলা চেয়ারম্যানের দ্বারস্ত হয়েছেন এলাকাবাসী।
ঘটনা প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

