ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ সত্তর উর্ধ্বে বয়সী অলোকা মন্ডল নামে এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে। সে উপজেলার সাহস ইউনিয়নের কাজিরহুলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নের ডাকাতিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকাবাসীর খবর পেয়ে ঘটনার দিন দুপুরে বানিয়াখালী বাজার সংলগ্ন মিজান উকিলের বাড়ির পাশে ডাকাতিয়া বিলে ওই অজ্ঞাত মহিলার ভাসমান লাশ দেখতে পাই অতঃপর লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এলাকাবাসী জানান বেশ কিছু দিন ওই পাগলী মহিলা এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।