ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শাহাপুর রাজবংশী পাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিষ্ণু বিশ্বাসকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। অভিযানে নেতৃত্বে থাকা ইনচার্জ ইন্সপেক্টর শাহাজাহান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরেন বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী বিষ্ণু বিশ্বাসকে আটক করে তার নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত