
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মোঃ মাসুম বিল্লাহ (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রকে ১ সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মোঃ মাজহারুল ইসলামের ছেলে। এ ঘটনায় ছেলেটির পিতা গত ২০ জুলাই ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ উপজেলার আটলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া মাদ্রাসায় লেখাপড়া করে। গত ১৪ জুলাই সকাল অনুমান ৬ টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত ১ সপ্তাহ ধরে আত্নীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাওয়া যায় নি। ছেলেটির পরনে কালো রংয়ের প্যান্ট ও আকাশি রংয়ের গেঞ্জি ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি , মুখমণ্ডল লম্বাটে , গায়ের রং শ্যামলা , গঠন হালকা পাতলা। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে পিতা মাতা সহ পরিবারটি হতাশ হয়ে পড়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন , ছেলেটির সন্ধান অভিযান অব্যাহত রয়েছে।