ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক মহিলা নবজাতক কন্যা শিশুর জন্ম দিয়েছে। রবিবার রাতে উপজেলার খর্ণিয়া ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। মা ও শিশুর চিকিৎসা এবং আশ্রয়ের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।
প্রাপ্ত সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নে খর্ণিয়া ব্রীজের নিচে একটি ঝুপড়ি ঘরে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক মহিলা বেশ কিছু দিন ধরে রাত্রি যাপন করে আসছে। তবে মাঝে মধ্যে সে নিজের নাম আফরোজা, বাবা আফজাল মোল্লা ও স্বামীর নাম আরিফুল ইসলাম, বাড়ি নাটোরে বলত। সারাদিন বাজারে ঘোরাঘুরি শেষে রাতে ওই স্থানে আশ্রয় নিত। এরই মধ্যে ঘটনার রাতে ওই মহিলা একটি নবজাতক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়। এ খবর জানাজানি হলে সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাৎক্ষণিক মা ও শিশুকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। ঘটনা প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, মা ও শিশুর চিকিৎসা এবং আশ্রয়ের দায়িত্ব আমি নিজেই নিলাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত