ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃক্ষপ্রেমী, প্রয়াত সংগীত শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের স্মরণে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এ অভিযান অব্যাহত রয়েছে। ২য় দিনে রবিবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক লিটন কুমার ঢালীর নেতৃত্বে পরিষদের সদস্য, সমাজসেবক ও শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে এলাকার রুপরামপুর পশ্চিমপার সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তরপাড়া পল্লী উন্নয়ন সংঘ,বাকার একাডেমী, সার্বজনীন মাতৃমন্দির মঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও ক্লাবে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। অর্ধ সহস্রাধিক বৃক্ষের চারা রোপণ করা হবে বলে জানান সাধারণ সম্পাদক লিটন কুমার ঢালী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা, সন্দীপক মল্লিক, ইউপি সদস্য অনিমেষ বিশ্বাস,চৈতালি মন্ডল, সভাপতি ব্রজলাল মন্ডল, অর্থ সম্পাদক দিবাশীষ বিশ্বাস, কনক কুমার মন্ডল, গৌরাঙ্গ বিশ্বাস, দেবাশীষ মন্ডল, হিমাংশু মন্ডল, মনি শংকর মন্ডল, মনি শংকর বালা, প্রকৃতি বিশ্বাস, প্রিন্স মন্ডল, চিন্ময় মন্ডল,কপিল মল্লিক,সানু মন্ডল, শাওন মন্ডল ,শিপ্রা বিশ্বাস, তপদ্যুতি মন্ডল,সুমন্ত মন্ডল সহ অনেকেই।