জি এম ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তরপাশে বিকাশ দাশের বাড়ি থেকে গত শুক্রবার রাত ৯টার দিকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজিৎ ঢালী(৩৭)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রতিবেশি সূত্রে জানা গেছে, মোড়লগঞ্জ উপজেলার মহির চরনি গ্রামের রনজিৎ ঢালীর ছেলে অভিজিৎ খ্যাতনামা ওষুধ কম্পানি এ্যালকো ফার্মা’র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে গত ১ বছর ধরে ডুমুরিয়া অঞ্চল কর্মরত ছিলেন। গত শুক্রবার এলাকার অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে একটি ইফতার পার্টিতে যাওয়ার কথা ছিলো। কিন্তু সেখানে না যাওয়ায় তার অন্য সহকর্মী রাতে বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দ্যাখেন, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। তখন জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে অভিজিৎকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা অভিজিতের মরদেহ উদ্ধার করে।
তবে এ প্রসঙ্গে তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, ৩ বছর আগে তার স্ত্রী বিয়োগ হয়েছিলো। তবে কিছুদিন যাবৎ স্ত্রী’র পরিচয়ে তার সঙ্গে বসবাসরত এক নারী ২০-২২ দিন আগে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভিজিৎ মানষিক ভাবে ভেঙ্গে পড়েছিলো।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি, জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। তার মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলান্তে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, পারিবারিক সংকটের কারণে সে আত্মহত্যা করতে পারে।