
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় মৎস্য চাষীদের পরামর্শ সেবা প্রদান, পুকুরে, মাছের ঘেরে বিনা মূল্যে মাটি পানি পরিক্ষা নিরাপদ প্রানীজ আমিষের প্রধান উৎস্য হিসাবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুনদের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া বড়ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মেরিন ফিশারিজ প্রকল্পের অফিসার অশিত কুমার সরকার, মেরিন ফিশারিজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ, আশিকুর রহমান, একে মহসিন,মৎস্য অফিসের কারিগরি সহায়তা প্রদান কারী ব্যক্তি শাওন বিশ্বাস বলেন প্রতিদিন মাছ খেলে কোন সমস্যা হয়না, কিন্তু প্রতিদিন মাংস খেলে সমস্যা হয়। মৎস্য চাষী পূজা সরকার বলেন বিভিন্ন রকম মাছে বিভিন্ন স্বাদ খেতে ভালো লাগে। সভায় ত্রিশ (৩০) জন তরুন তরুনীরা উপস্থিত ছিলেন। তদের মধ্যে থেকে অনেকেই লেখাপড়া শেষ করে মৎস্য অফিসের পরামর্শ নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর মাছ চাষ করতে আগ্রহী প্রকাশ করেন।