
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বুধবার দুপুরে বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টার সংলগ্ন মন্দির প্রাঙ্গণে চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক। প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত সচিব (প্রশাসন) নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ।
এছাড়া বক্তৃতা করেন খুলনার উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির, মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল বসাক, শেখ মাহতাব হোসেন, অনুপ রায়, তপন কুমার মন্ডল, মোঃ ফরাদ হোসেন, প্রনোব কুমার দাস, আশিকুর রহমান, চম্পাসহ আরো অনেকে। আলোচনা সভার পূর্বে ক্লাস্টারের চিংড়ি পরিদর্শন করেন অতিথিরা। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক।