ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় অভিজিৎ ঢালী (৩৬) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে মোরেলগঞ্জ উপজেলার মাহিচরানিয়া ধুলিগাতি এলাকার রনজিত কুমার ঢালীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর দাস পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলকো ফার্মা নামে ওষুধ কোম্পানিতে চাকরিরত অভিজিৎ ঢালী চাকরির সুবাদে উপজেলা সদরে পঞ্চানন দাসের বাড়িতে ভাড়াটিয়া থাকতেন।
ঘটনার দিন গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক এসে দেখে জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।