
ডুমুরিয়া প্রতিনিধি : জনকল্যাণমূলক বে-সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন’র ৩১তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে শনিবার দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৯৯২ সালে প্রতিষ্ঠার পর সরকারের এনজিও ব্যুরো-সহ অন্যান্য দপ্তর থেকে নিবন্ধন নিয়ে সমগ্র বাংলাদেশে ৫০৪টি শাখা ও ৮৭টি মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তণসহ আর্থ-সামাজিক উন্নয়নে শক্তি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। দেশের ৫৫টি জেলায় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ডুমুরিয়া শাখা অফিসের উদ্যোগে শনিবার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন স্থানে ৫০টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান শক্তি ফাউন্ডেশন’র কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ ভবনে ঢোকার রাস্তার পাশে একটি বকুল চারা রোপনের মধ্যদিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন। ওই সময় শক্তি ফাউন্ডেশনের ফাইনান্স ডিরেক্টর আসাদুজ্জামান, রিজিওনাল হেড জামাল হোসেন, সুপারভাইজার প্রতুল কুমার মন্ডল, এরিয়া সুপারভাইজার শাহিনুল ইসলামসহ অন্যান্য কর্মবৃন্দ উপস্থিত ছিলেন।