
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যাপীঠের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব এসএম মাহাবুবুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,বিগত ফ্যাসিস্ট ও পতিত সরকার এদেশ থেকে মেধা শুন্য করতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করেছিল। ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে নৈতিকতার চর্চা করতে হবে,মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন কোচিং বাণিজ্য মানেই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরুল হাই মোহাম্মদ আনাছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম।অধ্যাপক আব্দুল হালিম ঢালীর সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, এ্যাডভোকেট মোঃ আবুল খয়ের, অধ্যক্ষ ফেরদৌস খান ও মাওলানা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আইউব হুসাইন,জিএম হারুন অর রশিদ,এসএম সিরাজুল ইসলাম, তপন কুমার মন্ডল সহ অনেকে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত