ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে দিব্যেন্দু ফৌজদার নামের ষাটর্ধো এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রামবাসী ধর্ষককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে গ্রামের মানুষ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী নিয়ে থানা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলসহ হাজির হয়। ধর্ষক দিব্যেন্দু ফৌজদার (৬১) উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কুলটী গ্রামের ঠাকুর দাসের ছেলে। তার বিরুদ্ধে ১১ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় ধর্ষন মামলা দায়ের করেছে।
জানা যায়, শিশুর বাবা প্রায় ৭/৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে তার মা পরের বাড়িতে কাজ করে জীবন সংগ্রাম চালিয়ে আসছে। যার কারণে মেয়েটির ভবিষ্যৎ ভেবে গত অগ্রহায়ণ মাসে দাদুর বাড়ি কুলটী রেখে দেয় তার পরিবার। মেয়েটি কুলটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর ছাত্রী। এমতাবস্থায় দাদু দিব্যেন্দু ফৌজদারের কু-দৃষ্টি পড়ে পিতাহারা ওই শিশুর উপর।সপ্তাহ খানেক হল শিশুটি দাদু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে এলাকায়।এ বিষয়ে কুলটী গ্রামের মৃনাল কান্তি মহলদার জানায়, নাতনি ধর্ষণের অভিযোগে দিব্যেন্দু ফৌজদারকে নিয়ে গত কয়েকদিন এলাকায় বেশ গুঞ্জন শোনা যায়। শুক্রবার গ্রামবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।এ বিষয়ে থানার তদন্ত ওসি মুক্ত রায় চৌধুরী জানান, শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক দিব্যেন্দু ফৌজদারকে আটক করা হয়েছে। শিশুর মা বাদী হয়ে হয়ে থানায় মামলা করেছেন।
ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
Leave a comment