
জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামী নারায়ন মন্ডল নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ডুমুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, বটিয়াঘাটা থানার একটি গ্রামের ১২ বছরের শিশুকে গত ৪ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টায় আসামীর মৎস্য ঘেরের পাশে শিশুটি পৌঁছালে নারায়ন মন্ডল (৬৩) তাকে শসা খাওয়ানো ও টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার মৎস্য ঘরেরে বাসায় ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপিড়নসহ ইচ্ছার বিরুদ্ধে র্ধষণ করার চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে আসামি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তিতে ভিকটিমের পিতা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। র্যাব-৬’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।