
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে, এখনইথ প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বা¯’্য সেবা অধিকার বিষয়ে সংবাদ কর্মীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম,এ এরশাদ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্যদেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। তিনি জানান,কিশোর- কিশোরী ও তরুন জনগোষ্ঠি/ লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে নিজেদের যৌন ও প্রজনন স্বা¯হ্য বিষয়ে চাহিদা ও অধিকারের কথা বলতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ও সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
তরুনেরা নিজেদের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা,কিশোর ও তরুনেরা প্রজনন স্বা¯হ্য বিষয়ে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক বাঁধা দূর করে তারা নিঃসংকোচে কথা বলতে পেরে সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে প্রয়োজনীয় স্বা¯হ্য সেবা গ্রহন করতে পারে। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন প্রকল্পের ডিওয়াই এম শিখা রানী, সাংবাদিক কাজি আবদুল্লাহ, আব্দুল লতিফ মোড়ল,সুব্রত কুমার ফৌজদার,এস রফিকুল ইসলাম,মাহাবুর রহমান,সুজিত মল্লিক, সিরাজুল ইসলাম। এ সময় উপ¯িহত ছিলেন ব্র্যাক ডুমুরিয়া শাখা ম্যানেজার (দাবী) শিবু দাস, ম্যানেজার (টিবি) সামছুজ্জামান, প্রকল্পের ইয়ুথ ফোরামের সদস্য বীথি, বৃষ্টি, ইমরান, শুভদেব, কৃতি মন্ডল প্রমুখ।