
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত ও দুই শিশুসহ ৪জন গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার গফ্ফার সড়কের সাজিয়াড়া বড় পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী গৃহবধূ অঞ্জনা সরকার (২০) তার ৬ মাসের শিশুকন্যাকে নিয়ে মোটরভ্যান যোগে ডুমুরিয়া বাজারে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই গৃহবধূ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় নিহত অঞ্জনা সরকারের কোলে থাকা ৬ মাসের কন্যা শিশুর একটি পা ভেঙ্গে যায় এবং মোটরবাইক চালক স›ন্যাসী কুমার বিশ্বাস (৪২), তার স্ত্রী অর্পণা বিশ্বাস (৩২) ও তাদের ৭বছর বয়সি শিশুপুত্র শোভন বিশ্বাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ঘটনাস্থলেই অঞ্জনা সরকার নিহত হন। এবং তার কোলে থাকা ৬মাসের শিশু কন্যার একটি পা ভেঙ্গে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।