ডুমুরিয়া প্রতিনিধি : ভেটকার মুখোমুখি সংঘর্ষে ভারতীয় নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভোমরা স্থলবন্দর থেকে রামপালের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে সজোরে আঘাত করে। এতে প্রাইভেটকারটি ভেঙে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে। এ সময় ওই গাড়িতে থাকা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কলকাতার গলফগ্রীন এলাকার কৈলশ চন্দ্র পন্ডিতের ছেলে পরিতোষ পন্ডিত (৫৭) ও প্রাইভেট চালক দিঘলিয়ার ঘোষগাতি এলাকার হাবিবুর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন (২৭) শরীরের বিভিন্ন অংশে কেটে আহত হন। পরে তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত