ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে বালিয়াখালি ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মোংলা সদরের মাধবী কলোনির বাসিন্দা মাহফুজুর রহমান বাপ্পী তার স্ত্রী সুরাইয়া আক্তার রিমি (৩০) কে নিয়ে মোটর সাইকেল যোগে যশোরের গদখালী ফুলের রাজ্যে ভ্রমনে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক পিছন দিক থেকে মটরসাইকেল কে সজোরে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী সুরাইয়া আক্তার রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্বামী মাহফুজুর রহমানও আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সুরাইয়া আক্তার রিমি মোংলা পোর্টে চাকুরীরত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত