ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার উপজেলায় চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের সমলয় চাষাবাদের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্বাভাবিক অবস্থায় এ মৌসুমে বিভিন্ন জেলা থেকে ধান কাঁটতে শ্রমিকের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে ধান কাঁটতে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করছে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস।
এ ধারাবাহিকতায় শুক্রবার সকালে ডুমুরিয়ার শোভনা এলাকার ৭৭ জন কৃষকের সমলয় চাষাবাদের ধান কর্তন কর্মসূচি শুরু হয়েছে। এ বছর রবি মৌসুমে ৫০ একর ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের এ বোরো ধান কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কাটা হচ্ছে। সমলয় চাষের নিয়মে কৃষকগণ একই জাতের ধান একই সময় পাশাপাশি চাষ করেন। এ তে কম খরচে সমন্বিত বালাই দমন করা যায় এবং ধান একই সময় পাকে। ফলে ধান মেশিনে কাঁটতে যেমন সুবিধা, তেমনি খরচও কম হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৩ হাজার ৯৩৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (হাইব্রিড) এবং স্থানীয় জাতের ধানের চাষ হয়েছে। মেশিনের মাধ্যমে বীজ রোপণ ও কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা কৃষি অফিস কম্বাইন হার্ভেস্টার ঘণ্টায় ০৬ বিঘা জমির ধান কর্তন এবং ঝাড়াই করতে সক্ষম।
সমলয় ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি নারায়ন চন্দ্র চন্দ। এছাড়া জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোসাদ্দেক হোসেন ও অতিরিক্ত উপ-পরিচালক মো: মিজান মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত