শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে, খুলনার ডুমুরিয়ার কৃষকেরা ধান বিক্রি করতে আগ্রহী প্রকাশ করছেন। এতে সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে ধারণা করা হচ্ছে।
ডুমুরিয়া উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ব্যাপক প্রচার চালিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়।
মঙ্গলবার ৬ মে সকাল ১০টায় সময় ডুমুরিয়া উপজেলা গুদামে ধান ক্রয় শুরু করেন।
গত (২৮ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আল আমিন প্রধান হিসেবে উপস্থিত থেকে ফিতা প্রচার কার্যক্রম শুরু করেন।
প্রতি কেজি ধানের সরকারি মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।
উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি মূল্যের চেয়ে বাজারের মূল্য কম। তাই তাঁরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহী।
উপজেলার চিংড়া গ্রামের মোঃ মোজাফফর হোসেন বলেন, তাঁরা বাজারে ধান বিক্রি করতে যে সুবিধা পান, গুদামে সেই সুবিধা বর্তমান পাচ্ছি। গুদামে সরকারি বিনিদেশ মোতাবেক ধান নেয়। যেমন, বেশি শুকনা করতে হয়, পরিষ্কার করতে হয়। তা ছাড়া বাজারের চেয়ে গুদামে ধানের দাম বেশি।
খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের কৃষক মাহতাব হোসেন বলেন, ‘আমরা কৃষক, যেখানে দাম বেশি পাব সেখানে বিক্রি করব। সরকারি দামের চেয়ে বাজারে ধানের দাম এ বছর কম, তাই আমরা বাজারে বিক্রি না করে, ধান গুদামে বিক্রি করছি।
ডুমুরিয়া উপজেলা খাদ্যগুদাম আক্তারুজ্জামান বলেন, তাঁরা ব্যাপক প্রচার করে ধান সংগ্রহের কাজ শুরু করেন। কৃষকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।
উপজেলা খাদ্য কর্মকর্তা সুলতানা খানম বলেন, তাঁরা শুরুতেই ব্যাপক প্রচার চালিয়ে ধান সংগ্রহের কাজ শুরু করেছি। তখন কৃষকদের বাছাই করতে উন্মুক্ত লটারি করতে হয়েছে। কিন্তু এখন কৃষকেরা ধান গুদামে বিক্রি করছেন । তাঁরা কৃষকদের বাড়ি গিয়ে ধান দিতে অনুরোধ করেছেন।
কৃষকদের ধান বিক্রিতে আগ্রহ কারণ হিসেবে খাদ্য কর্মকর্তা বলেন, সরকারি মূল্যের চেয়ে বাজারে ধানের মূল্য কম থাকায় কৃষকেরা ধান দিতে আগ্রহী প্রকাশ করেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন, খাদ্যগুদামে ধান সরবরাহ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত