ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শাহাপুর রাজবংশী পাড়ায় সরকারি জায়গা দখল করে পাকা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ ও স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শাহাপুর রাজবংশী পাড়া সংলগ্ন স্থানীয়দের যাতায়াতের জন্য সরকারি রাস্তার পাশ দিয়ে ওই এলাকায় পানি নিস্কাশনের একটি খাস খাল রয়েছে। সম্প্রতি ওই খালটি ভরাট করে স্থানীয় প্রভাবশালী অমিয় কান্তি পাকা প্রাচীর নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপায়ান্তর না পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় জহিরুদ্দিন মোড়ল, আঃ হালিম,কাজী গিয়াস উদ্দিন সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, দীর্ঘ দিনের পানি নিস্কাশনের পথ বন্ধ করে খাল দখল করে পাকা প্রাচীর নির্মাণ করছেন অমিয় কান্তি। যার ফলে আগামীতে এ অঞ্চল জলাবদ্ধতার কবলে পড়বে। আমরা সরকারী জায়গা দখল মুক্ত দেখতে চাই। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা অস্বীকার করে অমিয় কান্তি বলেন, আমি রেকর্ডীয় মালিকের কাছ থেকে ক্রয় করে এ প্রাচীর নির্মাণ করছি। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য থুকড়া উপ-সহকারী ভূমি কর্মকর্তা কে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় সরকারি জায়গা দখলের অভিযোগ
Leave a comment