ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সরকারি ভিপি সম্পত্তিতে থাকা আম,বেল, বাঁশ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে বিক্রি করে দিয়েছে এক প্রভাবশালী ব্যক্তি। উপজেলার খর্ণিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক ডিসিআর ভুক্ত পরিবার এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,খর্ণিয়া গ্রামস্থ বৈদ্যনাথ পাল ও দেবপ্রসাদ পাল তাদের বাড়ি সংলগ্ন এক খন্ড সরকারি জমি ডিসিআর কেটে ভোগদখল করে আসছিল। এমতাবস্থায় ঘটনার দিন গত বুধবার সকালে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান শেখ ও আবু তালেব শেখ ১৫/২০ জনকে সাথে নিয়ে একটি আম গাছ, দুটি বেল গাছ ও ত্রিশটি বাঁশ কেটে স্থানীয় কাঠ ব্যবসায়ী মিজান শেখের নিকট বিক্রি করে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। উল্লেখ্য জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে। তাদের ধৃষ্টতা দেখে এলাকার অনেকেই হতবাক হয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত