ডুমুরিয়া প্রতিনিধি : ডুমরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদের খানের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত বুধবার সকালে উপজেলা সদরের সাংবাদিক আব্দুল কাদের খানের নিজস্ব জায়গায় স্থানীয় প্রভাবশালী গাজী রেজা তার দলবল নিয়ে জোরপূর্বক ঘেরাবেড়া কেটে তার রেকর্ডীয় জমির উপর রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় প্রতিবাদ করতে এগিয়ে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে আসে। এক পর্যায়ে প্রতিবেশীদের সামনে প্রভাবশালী ওই রেজা তাকে জীবননাশের হুমকি দেয়। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত