
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার মিকশিমিলে সাপের কামড়ে হুমায়ুন গাজী (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে মিকশিমিল গ্রামের রাজমিস্ত্রি শহিদুল ইসলাম গাজীর একমাত্র পুত্র ১ কন্যা সন্তানের জনক ভ্যানচালক হুমায়ুনকে বুধবার রাতে ঘুমের বিছানায় বিষাক্ত সাপে দংশন করে তাৎক্ষণিক স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন আই সি ইউ তে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয় বিকাল সাড়ে ৫ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার এই মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।