ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরপত্তা কর্মসূচির আওতায় ম২ঢ় প্রদ্ধতিতে ভাতা বিতরণে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা দপ্তরের উপ পরিচালক খান মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক আইনাল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, খাদ্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, বিমল কৃষ্ণ সানা, গাজী হুমায়ুন কবির বুলু, রফিকুল ইসলাম হেলাল, গাজী তৌহিদুল ইসলাম, শেখ আবদার রহমান, মেহেদী ইমাম সোহাগ, মো: মোজাহিদুল ইসলাম। সেমিনারে ভাতাভোগীদের সচেতনা সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত