এস রফিক, ডুমুরিয়া : ডুমুরিয়ায় হায়দার আলী শেখ নামের এক যুবলীগ নেতা ১৪ বছর ধরে সাহস ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন সারের গোডাউন হিসেবে দখল করে আসছে। এতে ভাড়া বাবদ ৪ লক্ষাধিক টাকা পাওনা হলেও অদ্যাবধি একটি টাকাও পরিশোধ করেননি ওই যুবলীগ নেতা। ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। উপায়ান্তর না পেয়ে ইউনিয়ন পরিষদ অনুকূলে সাত দিনের মধ্যে ভাড়ার টাকা পরিশোধ করতে একটি জরুরী নোটিশ প্রদান করেছেন ইউনিয়ন পরিষদ।
প্রেরিত নোটিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর প্রায় ১৫ বছর যাবত নতুন ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছে। এমতাবস্থায় ২০১১ সালের পহেলা জানুয়ারি প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাড়া চুক্তিতে ওই পুরাতন ভবনটি সারের গুদাম ঘর হিসেবে ব্যবহার করবে স্থানীয় নোয়াকাটি বাজারস্থ মেসার্স শেখ ট্রেডার্স’র প্রোপাইটর বিসিআইসির ইউনিয়ন ডিলার সাবেক যুবলীগ নেতা শেখ হায়দার আলী। এমন চুক্তিতে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ মাহবুবুর রহমান মোল্লার সাথে চুক্তিবদ্ধ হন ওই যুবলীগ নেতা। কিন্তু ভাড়া হিসেবে নেয়া ওই গুদাম ঘরটি ১৪ বছর যাবত নিয়মিত ব্যবহার করে আসলেও অদ্যাবধি একটি টাকাও পরিশোধ করেননি তিনি। ফলে সর্বমোট প্রাপ্ত ৪ লক্ষ ১৫ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পরিষদ অনুকূলে পরিশোধ করতে হবে বলে নোটিশে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই যুবলীগ নেতা হায়দার আলী বলেন,২০১৪ সাল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনটি গুদাম ঘর হিসেবে ব্যবহার করে আসছি। তবে এ জন্য কোন ভাড়া দেয়ার কথা ছিলনা। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান বলেন, প্রতি মাসে ইউনিয়ন পরিষদ অনুকূলে আড়াই হাজার টাকা ভাড়া চুক্তিতে ওই ভবনটি তাকে দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন আওয়ামী ক্ষমতাসীন দলের প্রভাবশালী যুবলীগ নেতা প্রভাব খাটিয়ে অদ্যাবধি দখল ছাড়েনি এবং একটি টাকাও ভাড়া বাবদ পরিশোধ করেনি তিনি। যে কারণে তার প্রতি নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডুমুরিয়ায় সাহস ইউপির পুরাতন ভবন যুবলীগ নেতার গুদামঘর !
Leave a comment