
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে আবারও পরিচালনা পর্ষদে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি ডিরেক্টর সরদার ইলিয়াস হোসেন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় কক্ষে নির্বাচিত অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্য’র গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে ৯জন ভোটারের মধ্যে সরদার ইলিয়াস হোসেন ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল কুদ্দুস পান মাত্র ৩ ভোট। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। নির্বাচন শেষে বিজয়ী সমর্থকরা খুশিতে মিষ্টি বিতরণ সহ উল্লাসে মেতে ওঠেন।