শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন চেয়ারম্যান,গাজী এজাজ আহমেদ (ঘোড়া)৭০৫১৯ ভোট পেয়ে বিজয় হয়েছেন,নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিমুর রহমান নয়ন(আনারস)৩৯৪১৫।
মহিলা ভাইস চেয়ারম্যান,শারমিনা পারভিন রুমা(কলস) ৫৫৮৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিলা রানী মন্ডল বল ৫১১৫৫।
ভাইস চেয়ারম্যান,গোবিন্দ কুমার ঘোষ (তালা) ৫২৫৭২ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ রায় ৩৫১৬৮।
রবিবার (৯জুন) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ শেষে গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এসময় ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অন্জু দাস,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেনসহ প্রার্থী, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। ভোটারের উপস্থিতি ছিলেন ৫০,৯০/;
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাচন সহরিটার্নিং কর্মকর্তা বলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।
ডুমুরিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত
Leave a comment