
বিজ্ঞপ্তি : ডুমুরিয়ার ৪টি ইউনিয়নে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জনসাধারণের উদ্যোগে সেচ্ছাশ্রমে শৈলমারি স্লুইচ গেটের নদীর সাথে সংযোগ অংশের খনন করা হয়। সাধারণ জনগণ স্বত:স্ফূর্তভাবে এ খনন কাজে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার। তিনি এ খনন কাজে উপস্থিত জনসাধারণের সাথে একাত্মতা ঘোষণা করেন।
গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামর সার্বিক ব্যবস্থপনায় এই সেচ্ছায় খননকাজে ১৩নং গুটুদিয়া ইউনিয়ন, ১২নং রংপুর ইউনিয়ন, ২নং রঘুনাথপুর ইউনিয়ন ও ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নের সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। খননকাজে অংশগ্রহণকারীদের সাথে থেকে উৎসাহিত করতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমযান গাজী এজাজ আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, জেলা পরিষদ সদস্য হাসনাহেনা, বিরাজ কান্তি মল্লিক, শিলা রানীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও স্বেচ্ছাসেবকগণ।