
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনে মঙ্গলবার বেলা ১১টায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুলগুলো হলো সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপরামপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয় ও শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, সহকারী কমিশনার ভূমি আশিস মোমতাজ, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, শিক্ষক শহিদুল ইসলামসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।