ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী পশ্চিম শোভনা ইউরেকা ক্লাবের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ক্লাব মাঠে আয়োজিত চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন ভদ্রদিয়া ইয়ং ষ্টার ক্লাব বনাম পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ইয়ং ষ্টার ক্লাব ৪-০ গোলে ইউরেকা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক এসএম মুনতাসির মামুন। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, আনছার আলী মোল্লা,এসআই মনিরুজ্জামান, শিক্ষক সরদার হাফিজুর রহমান, আনোয়ার হোসেন হেফজুর প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।